Srabanti: ছেলের কীর্তি! মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী…
Srabanti, Abhimanyu Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও পোশাক কখনও প্রেম-বিয়ে-সম্পর্ক বারংবার খবরের শিরোনামে জায়গা করে নেন শ্রাবন্তী। তবে এবার যত কাণ্ড ঘটিয়েছেন তাঁর একমাত্র ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও অভিমন্যু বিরুদ্ধে শোনা গেছে নানা খবর, তবে এবার জল গড়িয়েছে থানা অবধি। অভিমন্যুর সঙ্গে এবার কাণ্ডে সামিল মা শ্রাবন্তীও। ছেলের জন্য মধ্যরাতে থানাতেও যেতে হল নায়িকাকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে, নায়িকার বিলাসবহুল আবাসনেই। জানা যায় যে, সোমবার রাতে আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান…