Pakistan MP Threatens India: অযোধ্যায় প্রথম ইট গাঁথবে পাক সেনা’, সংসদে দাঁড়িয়ে ভারতকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের মহিলা সাংসদের!
মঙ্গলবার পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময়ই এই মন্তব্যগুলি করেন পালওয়াশা মহম্মদ জাই খান নামে ওই সাংসদ৷ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের মহিলা সাংসদের৷ নয়াদিল্লি: প্রথমে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলা৷ তার পর থেকে যত এই ঘটনার সঙ্গে পাক যোগ স্পষ্ট হচ্ছে, ততই ভারতের বিরুদ্ধে গরমাগরম বিবৃতি দিচ্ছেন পাকিস্তানের একের পর এক নেতা মন্ত্রী৷ বাস্তবে তাঁদের ক্ষমতা যাই হোক না কেন, মুখে বড় বড় কথা বলার জন্য পাক নেতানেত্রীদের জুড়ি মেলা ভার৷ যেমন পাকিস্তানের এক মহিলা সাংসদ পালওয়াশা মহম্মদ জাই খান এবার…










