‘সবাই চেয়েছিল যাতে আমি ব্যর্থ হই’, হঠাৎ কেন এমন বললেন অর্জুন?
অর্জুন কাপুর সম্প্রতি একটি পডকাস্টে জানালেন যে ২০১২ অর্থাৎ যবে থেকে তিনি বিনোদন জগতে পা রেখেছেন, কেরিয়ার শুরু করেছেন তবে থেকেই তাঁকে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইশকজাদের মাধ্যমে আত্মপ্রকাশ করার পর ঠিক কতটা লড়াই করতে হয়েছে তাঁকে, কী কী সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাও জানালেন। দাবি করলেন, অনেকেই নাকি তাঁর ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন। জীবন থেকে কেরিয়ার নিয়ে কী জানালেন অর্জুন কাপুর? সিংঘম এগেন ছবিটির পর নতুন করে খ্যাতি পেয়েছেন অর্জুন কাপুর। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।…