অগ্নিগর্ভ পরিস্থিতি মায়ানমারে, জুন্টার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, আঁচ মণিপুর-মিজোরাম সীমান্তেও
নয়াদিল্লি: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি পড়শি দেশ মায়ানমারে। এখনও গৃহবন্দিই রয়েছেন আং সান সুচি। সেই আবহে ক্ষমতাসীন জুন্টা সরকারের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ শুরু হয়েছে। তবে শুধুমাত্র বিক্ষোভে থেমে নেই এই বিদ্রোহ। জুন্টা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন চিন প্রদেশে সংঘর্ষ চলছে জুন্টা এবং বিদ্রোহীদের মধ্যে। তাতে এখনও পর্যন্ত পাল্লা ভারী বিদ্রোহীদের। জুন্টা বাহিনীর একটি দল বিদ্রোহীদের সামনে আত্মসমর্পণ করেছে বলে খবর। (Myanmar Rebellion) বুধবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সামনে কমপক্ষে…