বাবা দিনমজুর, আশৈশব অনটনকে সঙ্গী করেই এই আদিবাসী তরুণী আজ সফল আইএএস অফিসার
জীবনে চলার পথে বহু প্রতিকূলতা দেখেছেন শ্রীধন্যা সুরেশ৷ প্রতিকূলতাকে হাতিয়ার করেই সাফল্য পেয়েছেন কেরলের শ্রীধন্যা সুরেশ৷ কেরলের আদিবাসী সমাজের প্রথম প্রতিনিধি হিসেবে আইএএস অফিসার হয়েছেন৷ কেরলের অনগ্রসর জেলাগুলির মধ্যে অন্যতম ওয়ানাড়ের বাসিন্দা শ্রীধন্যা৷ তিনি আদিবাসী কুরিচ্যা সমাজের প্রতিনিধি৷ তাঁর এই সাফল্য অনুপ্রাণিত করেছে অগণিতকে৷ পেশায় দিনমজুর বাবার মেয়ে শ্রীধন্যা আশৈশব দারিদ্রের সঙ্গে পরিচিত৷ ছোট থেকেই তিনি ভেবেছিলেন একদিন সিভিল সার্ভিসে সফল হয়ে প্রশাসক হবেন৷ তাঁর লক্ষ্যপূরণের জন্য আর্থিক সাহায্য করেছেন একাধিক শুভানুধ্যায়ী৷ তাঁর নিজের কথায়, ‘‘আমি প্রান্তিক সমাজের মেয়ে৷…