একদিনেই ৭০০ প্লেসমেন্ট অফার IIT খড়গপুরে, ১ কোটির প্যাকেজ পেলেন ক’জন?
২০২৩ সালের প্লেসমেন্ট সিজনের প্রথমদিনই ৭০০টি প্লেসমেন্ট অফার পেলেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা। এর মধ্যে থেকে অনেকগুলোই আবার প্রি-প্লেসেন্ট অফার। প্রতিষ্ঠানের বিবৃতি অনুযায়ী, এই ৭০০টি অফারের মধ্যে থেকে ১৯টি এসেছে আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে। অ্যাপল, গুগলের মতো সংস্থা আইআইটি খড়গপুরের প্লেসমেন্ট সিজনে যোগ দিয়েছে মেধাবী পুড়য়াদের চাকরি দেওয়ার উদ্দেশ্যে। আর এর মধ্যে ৬টি অফার ১ কোটি টাকারও বেশি বার্ষিক প্যাকেজের। শনিবার প্রকাশিত বিবৃতিতে আইআইটি খড়দপুরের তরফে এই বিষয়ে বলা হয়েছে, ‘৬১টিরও বেশি কোম্পানী আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকায় চাকরির প্রস্তাব দিয়েছে…