ইতিহাস লিয়েন্ডার, অমৃতরাজের, প্রথম এশিয়ান হিসেবে জায়গা পেলেন হল অফ ফেমে
শুভব্রত মুখার্জি:- ভারত তথা বিশ্ব লন টেনিসের ইতিহাসে অন্যতম দুই মহাতারকা লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ। ভারতীয় লন টেনিসকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটিয়েছিলেন এই দুই মহাতারকা। তাদের বর্ণময় কেরিয়ারে তারা একাধিক গ্রান্ড স্ল্যাম সহ একাধিক খেতাব জিতেছেন। দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছিলেন দুই তারকা। আর তাদের এই সাফল্যের পুরস্কারস্বরুপ তাদের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে জায়গা পেলেন দুই মহাতারকা। গড়ে ফেললেন নয়া নজিরও। ভারত তো বটেই প্রথম এশিয়ান লন টেনিস খেলোয়াড় হিসেবেও এই…