তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার! ৬৫০ কোটির রেকর্ড বিক্রি
#কলকাতা : মে মাসেই রাজ্যে হয়েছিল বিয়ার সংকট। তখনই আবগারি দফতরের আধিকারিকরা অনুমান করে ফেলেছিলেন রাজ্যে রেকর্ড বিয়ার বিক্রি হতে চলেছে। সেই অনুমানেই কার্যত এবার সিলমোহর পড়ল। তীব্র গরমের মাস গুলিতে বিয়ার বিক্রি করে রাজ্য রেকর্ড আয় করল। আবগারি দফতর সূত্রে খবর গত দু’মাসে প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর।গড়ে হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা। এত পরিমান বিক্রি অন্তত সাম্প্রতিক সময়ে হয়নি বলে দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা। (Beer| West Bengal News) প্রসঙ্গত…