রূপান্তরকামীদের জন্য প্রথম পৃথক ওয়ার্ড শুরু এই বেসরকারি হাসপাতালে! কী কী সুবিধা
রাজ্যে এই প্রথম রূপান্তরকামী রোগীদের জন্য পৃথক পরিষেবা চালু হল। মুকুন্দপুর আমরি হাসপাতালে শুরু হল এই বিভাগ । সেই পরিষেবার মধ্যে থাকছে আউটডোর ক্লিনিক। পাশাপাশি থাকছে দুটি শয্যার একটি ইন্ডোর ওয়ার্ড। রূপান্তরকামীদের বিশেষ পরিষেবা দিতে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা। রূপান্তরকামীদের সামাজিক হেনস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক সংগঠন। তাদেরই যৌথ উদ্যোগে রচিত ‘রেনবো ফর ইনক্লুসিভিটি’। তাদের বিশেষ কর্মসূচির অধীনে ইনার-হুইল (ডিস্ট্রিক্ট ৩২৯) স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমরি হাসপাতাল। তার ভিত্তিতেই শুরু হল…