আমুল গার্লের নতুন ডুডল, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ ২২ জানুয়ারি, ২০২৪। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টার হবে। আর সেই জমকালো অনুষ্ঠানের সাক্ষী হতে প্রস্তুত গোটা ভারত। সেই প্রস্তুতি, মন্দিরের সাজসজ্জা এবং অনুষ্ঠানের জন্য মন্দিরে আগত অতিথিদের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যম ছেয়ে গেছে। আর এই উৎসবকে উদযাপন করতে নিজস্ব কায়দায় এগিয়ে এল ডেয়ারি সংস্থা আমুলও। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে শেয়ার করা হল আমুল গার্ল-এর নতুন ডুডল। যা মুহূর্তের মধ্যে হল ভাইরাল। আমুলের এই ডুডল মন জিতে নেয় নেটিজেনদেরও। নতুন এই ডুডল-এ আমুল গার্লকে…