সাপের সামনে আয়না ধরলে কী হয়? ফোঁসফোঁসিয়ে নাগিন নিল ‘আসল রূপ’! দেখলে ভিরমি খাবেন
ভারতে সাপকে ঘিরে বহু গল্প-কাহিনি চালু আছে। বেশিরভাগই ভৌতিক কিংবা পৌরাণিক, যার মধ্যে বাস্তব আর কল্পনা একাকার হয়ে যায়। হিন্দি সিনেমা—বিশেষ করে ‘নাগিন’ ঘরানার—এই কল্পনাকে আরও উস্কে দিয়েছে। এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে। পিছনে চলছে রীনা রায় অভিনীত ‘নাগিন’ সিনেমার গান “তেরে ইশ্ক কা মুজ্পর হুয়া ইয়ে আসর হ্যায়…”। এমনকি সাপটি নিজের ছায়াকে কামড়েও দেয়! বিজ্ঞান কী বলছে?সোজাসাপ্টা বললে, “ইচ্ছাধারী নাগ-নাগিন” বলে বাস্তবে কিছুই নেই। এ ধারণা সম্পূর্ণ মিথ।…


