‘ফেল’ করলেও উচ্চম্যাধমিকে পাশ হয়ে যাবেন! শীঘ্রই নিয়ম শুরু করতে পারে WBCHSE
‘পাশ’ নম্বর না পেলেও উচ্চমাধ্যমিকে পাশ করা যাবে। শীঘ্রই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেই নিয়ম কার্যকর হতে পারে। কীরকম হবে বিষয়টা? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকে যদি সেমেস্টার ব্যবস্থা চালু হয়, তাহলে এখনের মতো আর একটি চূড়ান্ত পরীক্ষা হবে না। বরং দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সেক্ষেত্রে কোনও একটি সেমেস্টারে যদি কোনও পড়ুয়া উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তিনি যে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে যাবেন, সেরকম নিয়ম থাকছে না। যেহেতু দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল হিসাব করা…