উজবেকিস্তান থেকে কিকবক্সিংয়ে রুপো আনলেন বেহালার ছেলে ঈশান দাস
#কলকাতা: আন্তর্জাতিক কিকবক্সিংয়ের মঞ্চে ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করলেন ঈশান দাস। উজবেকিস্তান ওপেন টুর্নামেন্ট থেকে রুপোর মেডেল জিতে আনলেন তিনি। বেহালার বাসিন্দা ঈশান দাস ছোটো থেকে মার্শাল আর্টের সংস্পর্শে ছিলেন না। ২২ বছর বয়স থেকে তিনি প্রশিক্ষন শুরু করেন। খুব কম সময়ের মধ্যেই কিক বক্সিংয়ে দক্ষতা লাভ করলেন ঈশান দাস। ছোট থেকে প্রশিক্ষন না নিলেও হলিউড এবং অ্যাকশন সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। ব্রুস লি, জ্যাকি চ্যানের অন্ধভক্ত ছিলেন। তাদের কলাকুশলী, দক্ষতা ইত্যাদী আকর্ষণ করে ঈশানকে। মধ্যবিত্ত পরিবারে…