রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম
বুধবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তাঁরা খেলতে নামবে তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য থাকবে বাগান কোচ জোসে মোলিনার। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। উল্লেখ্য, এই ফুটবল ক্লাব রাভশান ছাড়া প্রায় সকলের থেকেই দল গঠনে অনেকটাই পিছিয়ে মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪-২৫ এর প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর বুধবার রাভশানের বিরুদ্ধে খেলতে নামবে।…

