আগামী বছর থেকেই পরিষেবা সম্প্রসারণ: আরও ১২টি বিমান লিজে নিচ্ছে এয়ার ইন্ডিয়া
কলকাতা: আরও বিমান ভাড়া নিচ্ছে এয়ার ইন্ডিয়া। মনে করা হচ্ছে আগামী বছর থেকেই বিমান বহর বাড়তে চলেছে সংস্থার। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া আরও ১২টি বিমান লিজ নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। যার মধ্যে রয়েছে ৬টি এয়ারবাস। এগুলি সবই এ৩২০নিও ‘ন্যারো বডি’ বিমান। বাকি ৬টি বোয়িং বি৭৭৭-৩০০ ইআর। এ গুলি মূলত ‘ওয়াইডবডি’ বিমান। এয়ার ইন্ডিয়ার মালিকানা পাওয়ার পর থেকেই টাটা গ্রুপের পক্ষ থেকে নানা ধরনের পরিবর্তন করা হচ্ছে বিমান পরিষেবা ক্ষেত্রে। এ বার মনে করা হচ্ছে ২০২৩ সালের প্রথমার্ধেই স্বল্প, মাঝারি এবং…