কলকাতা: আরও বিমান ভাড়া নিচ্ছে এয়ার ইন্ডিয়া। মনে করা হচ্ছে আগামী বছর থেকেই বিমান বহর বাড়তে চলেছে সংস্থার। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া আরও ১২টি বিমান লিজ নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। যার মধ্যে রয়েছে ৬টি এয়ারবাস। এগুলি সবই এ৩২০নিও ‘ন্যারো বডি’ বিমান। বাকি ৬টি বোয়িং বি৭৭৭-৩০০ ইআর। এ গুলি মূলত ‘ওয়াইডবডি’ বিমান।
এয়ার ইন্ডিয়ার মালিকানা পাওয়ার পর থেকেই টাটা গ্রুপের পক্ষ থেকে নানা ধরনের পরিবর্তন করা হচ্ছে বিমান পরিষেবা ক্ষেত্রে। এ বার মনে করা হচ্ছে ২০২৩ সালের প্রথমার্ধেই স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার আন্তর্জাতিক রুটের পরিষেবা বাড়ানো হবে। আর সে জন্য এই ১২টি বিমান কাজে লাগানো হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সংযোগ বাড়াতে এয়ার ইন্ডিয়া এখনও পর্যন্ত ৪২টি বিমান লিজ নিয়েছে।
সূত্রের খবর, এয়ারবাস এ৩২০নিও ব্যবহার করা হবে মূলত সংস্থার ঘরোয়া উড়ানের জন্য। পাশাপাশি স্বল্প থেকে মাঝারি দূরত্বের আন্তর্জাতিক রুট পরিচালনার ক্ষেত্রেও এগুলি ব্যবহার করা হবে। অন্য দিকে, এয়ার ইন্ডিয়ার বি৭৭৭-৩০০ ইআর-এর বিমানে চারটি বিভাগ থাকবে। এতে থাকবে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের বিভাজন। এটি ভারতীয় মেট্রো শহরগুলিকে আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সংযুক্ত করার জন্য স্থাপন করা হবে।
এই অতিরিক্ত বিমানের লিজ নেওয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেন, ‘নেটওয়ার্ক বৃদ্ধি করা এয়ার ইন্ডিয়ার পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা মূলক ‘বিহানের’ একটি অপরিহার্য অংশ। সে ক্ষেত্রে আমরা ঘরোয়া ও আন্তর্জাতিক সংযোগ এবং বিমান সংখ্যা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই অতিরিক্ত বিমান লিজ নেওয়ার বিষয়টি নিকটবর্তী মেয়াদী বৃদ্ধিকে সমর্থন করবে। যদিও আমরা আমাদের দীর্ঘমেয়াদী নৌবহরকে পুনর্মূল্যায়ন এবং উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার পরিকল্পনা করছি।’
নিউ ইয়র্ক, প্যারিস, কোপেনহেগেন, মিলান, ভিয়েনা এবং ফ্রাঙ্কফুর্টে বেশ কয়েকটি নতুন উড়ান ইতিমধ্যেই চালু করে ফেলেছে এয়ার ইন্ডিয়া।