Road Accident: মর্মান্তিক! ভয়াবহ পথ দুর্ঘটনায় পা হারালেন ২৪ বছরের অভিনেতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন কন্নড় অভিনেতা(Kannada actor) সূরজ কুমার(Suraj Kumar), যিনি ‘ধ্রুওয়ান’(Dhruwan) নামেই বেশি পরিচিত। শনিবার, ২৪ জুন ভয়ানক এক দুর্ঘটনার(Road Accident) মুখে পড়েন অভিনেতা। কর্ণাটকের(Karnataka) বেগুরের কাছে মাইসুরু-গুন্ডলুপার হাইওয়েতে বাইক নিয়ে যাচ্ছিলেন অভিনেতা। সেই সময়েই একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই ব্যালেন্স হারান অভিনেতা। সেই সময় সামনে থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মাইসুরুর মণিপাল হাসপাতালে। শনিবার বিকেল ৪টেয় ঘটে দুর্ঘটনাটি। চিকিৎসকরা জানান দুর্ঘটনায় সবচেয়ে বেশি আঘাত…