অরিজিতের অনুষ্ঠানে বড় ভূমিকা নিল টোটো! ‘সব’ সামলে লেটার মার্কস পুলিশের
কলকাতা: অপেক্ষা ছিল অনেক দিনের। সেই অপেক্ষা অবশেষে মিটল। কলকাতায় পারফর্ম করলেন ঘরের ছেলে অরিজিৎ সিং। বহুবিতর্ক আর টালবাহানার পর নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হল অরিজিৎ সিং-এর কনসার্ট। শনিবার অ্যাকোয়াটিকায় ‘অরিজিৎ সিং ওয়ান নাইট ট্যুর ওনলি কলকাতা’ শীর্ষক অনুষ্ঠান ঘিরে গায়কের ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। শনিবার বিকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন কনসার্ট ভেন্যুর বাইরে। গিজগিজে দর্শকদের লাইন চোখে পড়ছিল অনুষ্ঠানের আগেই। কিন্তু সেই দর্শকদেরই সামান্য ঝক্কি পোহাতে হল অনুষ্ঠানস্থল পর্যন্ত পৌঁছতে। পুলিশ সূত্রে খবর, ১০…