ঝলমলে চিত্রলেখায় বসে দেখুন গঙ্গা আরতি, কলকাতায় বেনারসের অনুভূতি! টিকিটের দাম কত?
সন্ধ্যেবেলা কী করবেন ভেবে পাচ্ছেন না? বোরিং লাগছে? যেতে পারেন গঙ্গার ঘাটে। না শুধু গঙ্গার ঘাটে বসে থাকার জন্য নয়। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে এবার গঙ্গা আরতি দর্শনের বিশেষ সুযোগ করা হচ্ছে। আর সেটা একেবারে ক্রুজে বসে। ক্রুজে বসে দেখুন গঙ্গা আরতি। তবে সেটা বিনা পয়সায় নয়। তার জন্য ১০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আগামী ১লা এপ্রিল থেকে অনলাইনে টিকিট কাটার ব্য়বস্থা থাকছে। গঙ্গা আরতি দর্শনের জন্য আর বেনারস যেতে হবে না। অর্থাৎ যাদের অতদূরে গিয়ে আরতি দর্শনের…