সন্ধ্যেবেলা কী করবেন ভেবে পাচ্ছেন না? বোরিং লাগছে? যেতে পারেন গঙ্গার ঘাটে। না শুধু গঙ্গার ঘাটে বসে থাকার জন্য নয়। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে এবার গঙ্গা আরতি দর্শনের বিশেষ সুযোগ করা হচ্ছে। আর সেটা একেবারে ক্রুজে বসে। ক্রুজে বসে দেখুন গঙ্গা আরতি। তবে সেটা বিনা পয়সায় নয়। তার জন্য ১০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আগামী ১লা এপ্রিল থেকে অনলাইনে টিকিট কাটার ব্য়বস্থা থাকছে।
গঙ্গা আরতি দর্শনের জন্য আর বেনারস যেতে হবে না। অর্থাৎ যাদের অতদূরে গিয়ে আরতি দর্শনের সুযোগ নেই তারা কলকাতাতে বসেই দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। গরমকালে গঙ্গার ফুরফুরে হাওয়া। আপনি চেপে থাকবেন ঝলমলে ক্রুজে। আর তাতে চেপেই মন ভরে দেখুন গঙ্গা আরতি। এককথায় কলকাতায় বসে বেনারসের ফিলিংস।
রাজ্য পর্যন্ত দপ্তর সূত্রে খবর, অনলাইনে আরতি দেখার জন্য খুব শীঘ্রই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হবে। সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিল থেকে অনলাইনে টিকিট কেটে গঙ্গাবক্ষে বসেই দেখতে পাবেন আরতি।গঙ্গার ঘাটে যে আরতি হয় সেটাই আপনি দেখতে পাবেন ক্রুজে বসে। তারই ব্যবস্থা করছে রাজ্য পর্যটন দফতর। পরিবরারে সদস্যদের নিয়ে এই আরতি দর্শনের সাক্ষী থাকতে পারেন আপনিও।
কলকাতায় বসে বেনারসের অনুভূতি হবে , এমনটাও বলছেন অনেকে। তবে বাস্তবে অনুভূতিটা ঠিক কেমন সেটা বুঝতে গেলে আপনাকে গঙ্গাবক্ষে ক্রুজে চেপে আরতি দর্শন করতে হবে।
তবে বর্তমানে আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।। আসন সংখ্যা ও সীমিত। সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত এই আরতি দর্শনের সুযোগ থাকবে। নিউ বাবুঘাট জেটি থেকে এই নৌবহর ছাড়বে। ২৫টি আসন থাকবে। ১লা এপ্রিল থেকে অনলাইনে টিকিট কেটেই আপনি আরতি দেখতে পারবেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গঙ্গা আরতির কথা জানিয়েছিলেন। এরপর গঙ্গার ঘাট সংস্কার করে সেখানে আরতি দর্শনের রেওয়াজ শুরু হয়। তবে প্রাথমিকভাবে গঙ্গার ঘাটে আরতি দেখার জন্য লোকজন সেভাবে হচ্ছিল না। তবে এবার এই আরতি দর্শনকে কেন্দ্র করে পর্যটনে জোয়ার আনতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর।
পর্যটন দফতর হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছে, এবার গঙ্গাবক্ষে বসেই আরতি দর্শনের সুযোগ মিলবে। এজন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আর যাদের ছবি তোলার শখ রয়েছে তারা এই সুযোগটা হাতছাড়া করবেন।
(Feed Source: hindustantimes.com)