পড়া বোঝাতে ‘অল্টারনেটিভ ক্লাসরুম’ তৈরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন
কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াকালীন অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যে, ক্লাসে পড়ানো বিষয় মাথার ওপর দিয়ে বেরিয়ে গিয়েছে। বন্ধু বা সিনিয়রদের থেকেও মেলে না কোনও সাহায্য। তবে তাঁর উপায়ও ছিল! অফ-পিরিয়ডে প্রফেসরদের শরণাপন্ন হওয়া। তাঁরা কিন্তু সেই ‘মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া’ বিষয়টিকে সানন্দে বুঝিয়েও দিতেন। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলছে উলট পুরাণ! সেমেস্টারের পরীক্ষার আগে ভার্সিটির বিভিন্ন বিষয়ের পড়ুয়াদের পাঠ্যসূচি বোঝানোর উদ্যোগ নিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। তবে এই ‘অল্টারনেটিভ ক্লাসরুম’ তৈরির উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অন্তর্বর্তী উপাচার্য…