একাধিক কলেজে পড়ুয়ারসংখ্যা তলানিতে,অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়

একাধিক কলেজে পড়ুয়ারসংখ্যা তলানিতে,অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের কলেজগুলিতে আজ, মঙ্গলবার থেকে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হতে চলেছে। তবে একাধিকবার কলেজগুলিতে ভর্তির পোর্টাল খুললেও ভর্তির হার কার্যত তলানিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক কলেজে এমনটাই ছবি। আর তার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে তাহলে কি স্নাতকের পাঠক্রম থেকে মুখ ফেরাচ্ছেন উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্রছাত্রীরা?

উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এবার প্রথমেই বলে দেওয়া হয়েছিল প্রথম দফায় ভর্তি প্রক্রিয়ার পরে যদি আসন ফাঁকা পড়ে থাকে তাহলে অন্তত আরও দু’বার কলেজগুলি পোর্টাল খুলতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কত সংখ্যক আসন পূরণ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে একাধিক কলেজ কর্তৃপক্ষের। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্নাতক স্তরে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু হয়েছে। সঙ্গে চালু হয়েছে তিন বছরের মাল্টি ডিসিপ্লিনারি জেনারেল কোর্স।

আগেই দেখা গিয়েছিল চার বছরের অনার্স কোর্সের তুলনায় তিন বছরের জেনারেল কোর্সে ভর্তির আবেদন বেশি জমা পড়েছে। প্রথম দফায় অধিকাংশ কলেজে অনার্সে সেই অল্প আবেদনের মধ্যে ভর্তি হয়েছিল তুলনামূলক কম। যদিও সামনের সারির কলেজ গুলিতে তুলনামূলক ভর্তির হার ৬০% বা তার বেশি হলেও পরের দিকের কলেজগুলিতে ভর্তির চিত্র খুবই খারাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা গিয়েছে, কোনও কোনও কলেজে ভর্তির হার ৩০ শতাংশ পর্যন্ত পৌঁছায়নি। উদাহরণ স্বরূপ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে ২২০০ বেশি আসন রয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ১৩০০ টি আসন পূরণ হয়েছে। শুধু তাই নয়, নিউ আলিপুর কলেজ থেকে শুরু করে বাঘাযতীন সম্মিলনী কলেজ এমনকি দক্ষিণ ২৪ পরগনার একাধিক কলেজে ছাত্র ভর্তির হার কার্যত তলানিতে।

আর এই পরিস্থিতি কেন হচ্ছে তা বোঝার জন্য এবার অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা চলতি সপ্তাহে অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসে বোঝার চেষ্টা করা হবে কেন এত কম ভর্তির হার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ১৫৮ টি জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত তিন চার বছরে এই পরিসংখ্যান ধরা পড়েনি। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা গিয়েছে বিষয়ভিত্তিক কত সংখ্যক আসন বিভিন্ন কলেজে পূরণ হয়েছে তার তথ্য চাওয়া হচ্ছে বিভিন্ন কলেজগুলির থেকে। চলতি সপ্তাহে এই আসন পূরণে কী পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাংশের বক্তব্য জেনারেল ডিগ্রি কোর্স করে চাকরির সুযোগ তৈরি না হওয়ার জেরে মুখ ফেরাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। যদিও এই মতের সঙ্গে একমত নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আজ, মঙ্গলবার থেকে ক্লাস শুরু হলেও কয়েকটি কলেজ অবশ্য প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু করতে নারাজ এত কম সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে।

(Feed Source: news18.com)