৪৮ লাখের ক্রিপটোকারেন্সি ফ্রিজ করল বিধাননগর পুলিশ, কলসেন্টারের পর্দাফাঁস
বিধাননগর সিটি পুলিশ শনিবার প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত করেছে। বিনান্স নামে একটি আন্তর্জাতিক ক্রিপটোকারেন্সি বিনিময় প্লাটফর্মে এই বিপুল অঙ্কের ক্রিপটোকারেন্সি ফ্রিজ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বিধাননগরের বিভিন্ন বেআইনী কল সেন্টার থেকে এই বিপুল অঙ্কের ক্রিপটোকারেন্সি জড়ো করা হয়েছিল। পুলিশ আধিকারিক জানিয়েছেন, টেকনোসিটি থানার টিম আন্তর্জাতিক কল সেন্টারে অভিযান চালিয়েছিল। একটি আবাসন থেকে সেই কল সেন্টারটি চালানো হচ্ছিল। মাস খানেক আগের ঘটনা। পাঁচজনকে সেই সময় গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ এই বিপুল…