তখন অনেকটাই ধীরে চলত সময়! ব্রহ্মাণ্ডের ‘ছোটবেলা’ কেমন ছিল? জানালেন বিজ্ঞানীরা
মহাবিশ্বের জন্মের গোড়ায় নাকি বেশ ধীরেই চলত সময়। এখনকার মতো এত তাড়া ছিল না সময়ের চাকার। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্যের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার অ্যাস্ট্রোনমি স্টাডিতে চলতি সপ্তাহে সেই গবেষণা প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রহ্মাণ্ডের যখন সবে জন্ম হচ্ছে, তখন গোটা সময় ব্যবস্থাটাই ধীরে ধীরে চলত। কতটা ধীরে চলত সময়? বিজ্ঞানীরা অঙ্কের নিয়মে এর একটি হিসেবও দিয়েছেন। ওই গবেষণাপত্রে বলা হয়েছে, তখনের তুলনায় প্রায় পাঁচগুণ দ্রুত চলে এখনকার সময়।…