Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুম্বইয়ের আকাশে তারা মাধওয়াল, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের
মুম্বইয়ের আকাশে তারা মাধওয়াল, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের

চেন্নাই: মুম্বই ইন্ডিয়ান্স এমনি এমনি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন নয়। তারা জানে কোন সময় জ্বলে উঠতে হয়। বুধবার আরও একবার সেটা প্রমাণ করল তারা। স্কোরবোর্ডে ১৮২ রান চেন্নাইয়ের মাঠে বড় টোটাল সেটা বলার অপেক্ষা রাখে না। এই উইকেটে রান তোলা কঠিন কাজ সেটা বোঝা গিয়েছিল মুম্বইয়ের ব্যাটিং করার। পরের দিকে এই উইকেট আরও স্লো হয়ে যাবে সেটা জানাই ছিল। কেন আজ লখনউ কুইন্টন ডি কককে বাইরে রাখল তার যুক্তি নেই। প্রেরক (৩) ওপেন করতে নেমে ব্যর্থ। কায়েল মায়র্স (১৮)…

Read More

সূর্য কুমারের ম্যাজিক সেঞ্চুরি! রশিদের পারফরম্যান্স ম্লান করে টিকে রইল মুম্বই
সূর্য কুমারের ম্যাজিক সেঞ্চুরি! রশিদের পারফরম্যান্স ম্লান করে টিকে রইল মুম্বই

মুম্বই: বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রান করেছিলেন। আর আজ অর্থাৎ শুক্রবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটালেন সূর্য কুমার যাদব। টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়েতে মুম্বই রান তাড়া করে সব ম্যাচ জিতেছে। তাই সুযোগ পেয়ে রোহিতদের আগে ব্যাট করিয়ে নেন হার্দিক। কিন্তু তাতে যে সূর্যকুমার এমন ভাবে খেলবেন কে ভেবেছিল। আইপিএলে প্রথম বার শতরান করলেন সূর্যকুমার। এর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তিনটি শতরান ছিল তাঁর। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা যখন হয়েছিল,…

Read More