ভারতের হার, কাঠগড়ায় দ্রাবিড়, সেমিতে জোকার, এক ঝলকে আজকের খেলার সেরা খবরগুলো
কলকাতা: এজবাস্টন টেস্টে শেষদিনে হার ভারতের। ৭ উইকেটে ইংল্যান্ডের জয়। দল নির্বাচন নিয়ে কাঠগড়ায় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। উইম্বলডনের (Wimbledon) সেমিতে নোভাক জকোভিচ (Novak Djokovic)। আজ সারাদিন খেলার মাঠে কী হল? এক নজরে গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক – শেষ দিনে দেড় ঘণ্টায় খল খতম দুরন্ত জয় ইংল্যান্ডের। মাত্র ১১৯ রান দরকার ছিল। লাঞ্চের আগেই সেই কাজটি করে ফেললেন জো রুট ও জনি বেয়ারস্টো। গতকাল দিনের শুরু থেকে ভারতই ছিল চালকের আসনে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল ৩৭৮…