এক সেতুতে জুড়বে গঙ্গাসাগর, খরচ হবে দেড় হাজার কোটি টাকা
সুমন ঘড়াই, কলকাতা: আর নদী পেরনোর সমস্যা থাকবে না। এবার এক সেতুতেই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাবে গঙ্গাসাগর (Gangasagar)। ওই সেতু বানানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কোথায় তৈরি সেতু: কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ (Sagar Island) পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ৪ লেনের ব্রিজ। গোটা কাজটি করতে খরচ হবে ১ হাজার ৫৪৮ কোটি টাকা। গঙ্গাসাগর ভারতের অন্য়তম উল্লেখযোগ্য তীর্থস্থান। প্রবাদ রয়েছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক…