গলব্লাডারে জমে প্রায় ১৪০০ স্টোন! সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন রোগী
কলকাতা : ফের নজির গড়ল কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সরকারি এই হাসপাতালে করা হল জটিল অস্ত্রোপচার। ৬৫ বছরের বৃদ্ধর গলব্লাডার থেকে বার করা হল ১৩৬৪ টি পাথর। এছাড়াও ওই ব্যক্তির শরীরে ছিল একাধিক রোগ। এই সব সমস্যা থাকা সত্ত্বেও অসম্ভবকে সম্ভব করে দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বছর ৬৫ অশোক গুছাইত। বেশ কিছু দিন যাবত তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। নিকটবর্তী বেশ কিছু চিকিৎসকের পরামর্শ নিয়েও সমস্যার সমাধান হয়নি। অবশেষে তিনি আসেন কলকাতা…