স্টেশনে ঘুরে বেড়াচ্ছিলেন দুই মহিলা, পুলিশ তল্লাশি শুরু করতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ! ব্যাগের ভিতরে মিলল কল্পনাতীত জিনিস
MP News: টহলদারিতে পুলিশের তাই কমতি থাকে না। এবারও যেমন সেই কারণেই চার গাঁজা চোরাচালানকারীকে হাতেনাতে ধরা সম্ভব হল।স্টেশনে ঘুরে বেড়াচ্ছিলেন দুই মহিলা, পুলিশ তল্লাশি শুরু করতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক Reporter: Narayan Gupta কাটনি, মধ্য প্রদেশ: মাদকের চোরাচালান আটকাতে দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ। বেশিরভাগ সময়েই দেখা যায় যে রেল বা ট্রাকে এই সবের চালান চলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। টহলদারিতে পুলিশের তাই কমতি থাকে না। এবারও যেমন সেই কারণেই চার গাঁজা চোরাচালানকারীকে হাতেনাতে ধরা সম্ভব হল। ঘটনাটি মধ্যপ্রদেশের কাটনির।…