গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রোল পাম্পে ! পাগল প্রেমিকের কীর্তি দেখে মুচকি হাসছেন নেটিজেনরা
গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর।গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram) গাজিয়াবাদ: পাওলো কোয়েলহো তাঁর দ্য অ্যালকেমিস্ট বইতে একটা কথা লিখেছিলেন। সেটা এতটাই বিখ্যাত হয়ে যায় যে ওম শান্তি ওম ছবির এক সংলাপেও তা রাখা হয়েছিল। ব্যাপারটা আর কিছুই নয়। লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, তারই এক দার্শনিক ব্যাখ্যা। পাওলো কোয়েলহো…