দাঁতের ‘জোরেই’ বিশ্বরেকর্ড ভারতীয় তরুণীর!
কোনও না কোনও বিষয়ে নজির গড়তে হবে। সারা বিশ্বে আর কেউ তেমনটা করেনি। অর্থাৎ রেকর্ড গড়তে হবে। তাহলেই সোজা নাম উঠবে গিনিসের খাতায়। সম্প্রতি তেমনভাবেই নাম উঠল এক বছর ছাব্বিশের তরুণীর। ভারতীয় তরুণী তাঁর দাঁতের জোরেই গিনিসের বুকে নিজের জায়গা করে নিলেন। সাধারণত, বিশ্ব রেকর্ড গড়তে হলে অনেককেই অমানুষিক খাটতে হয়। মাসের পর মাস, বছরের পর বছর তাঁদের পরিশ্রম করতে হয় কোনও একটি বিশেষ বিষয় নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি। কল্পনা বালান নামের ওই তরুণী গিনিস রেকর্ড গড়েছেন…