Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লিফটে আটক ব্যক্তিকে উদ্ধার করলেন রক্ষীরা, ধন্যবাদের বদলে জুটল চড়-থাপ্পড়!
লিফটে আটক ব্যক্তিকে উদ্ধার করলেন রক্ষীরা, ধন্যবাদের বদলে জুটল চড়-থাপ্পড়!

গুরুগ্রাম: গত সপ্তাহেই আবাসনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছিল নয়ডার এক মহিলার বিরুদ্ধে। রক্ষীর সঙ্গে এমন অমানবিক আচরণের ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছিল গোটা নেটমাধ্যম। আর এই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের চড়-কাণ্ড! তবে এ-বারের ঘটনাস্থল নয়ডার কাছেই গুরুগ্রামে ৷ অভিযোগ, সেখানকার সেক্টর ৫০-এর ক্লোজ নর্থ অ্যাপার্টমেন্টসের একটি লিফটে সোমবার সকাল ৭টা নাগাদ আটকে পড়েছিলেন বরুণ নাথ নামে ওই আবাসনেরই এক বাসিন্দা। বড়জোর ৩-৪ মিনিট! তার পরে অবশ্য লিফট অপারেটর এবং রক্ষীদের সাহায্যে লিফট থেকে বেরিয়ে আসেন ওই…

Read More