চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় এবার পুলিশকর্মীদের CBI তলব, ঘটনার দিন RG Kar আউটপোস্টে কর্মরত ছি
কলকাতা: আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশকর্মীদের তলব । ১১জন পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের। ঘটনার দিন আর জি করে আউটপোস্টে কর্মরত পুলিশকর্মীদের তলব। কাল ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। গত বছর ২০২৪ এর ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে খুন হন চিকিৎসক। ঘটনার দিন আর জি করে আউটপোস্টে কর্মরত ছিলেন যে পুলিশকর্মীরা, তাঁদের মধ্য়ে ১১জন পুলিশকর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে। যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত…