Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কৃত্রিম সালোকসংশ্লেষ ঘটিয়ে মিলল অক্সিজেন, রকেটের জ্বালানি, অসামান্য সাফল্য পেল চিন
কৃত্রিম সালোকসংশ্লেষ ঘটিয়ে মিলল অক্সিজেন, রকেটের জ্বালানি, অসামান্য সাফল্য পেল চিন

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে একের পর এক মাইলফলক তৈরি করে চলেছে চিন। এবার প্রকৃতির হিসেব নিকেশই পাল্টে দিলেন চিনের বিজ্ঞানীরা। কৃত্রিম উপায়ে মহাকাশে সালোকসংশ্লেষ ঘটিয়ে নজির তৈরি করলেন। তাঁদের এই সাফল্যে শোরগোল পড়ে গিয়েছে মহাকাশ বিজ্ঞানের জগতে। মহাকাশে গবেষণায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এই কৃত্রিম সালোকসংশ্লেষ প্রক্রিয়া। (Artificial Photosynthesis in Space) মহাকাশ গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে নিজস্ব স্পেস স্টেশন গড়েছে চিন, যার নাম Tiangong. সেখানেই পৃথিবীর চারিদিকে পাক খেতে খেতে কৃত্রিম সালোকসংশ্লেষ ঘটিয়ে সাফল্য অর্জন করেছেন চিনের বিজ্ঞানীরা। Shenzhou 19…

Read More