Chhath Puja 2024: ছট পুজোয় মাটির উনুনের সম্ভার! কত দাম পাবেন, জেনে নিন
প্রায় কয়েক দশক ধরে সেখানকার প্রায় ৫০টি পরিবার ছট পুজো উপলক্ষে এই মাটির উনুন গড়ার কাজ করে আসছেন। নতুন গড়া মাটির উনুনেই ছট পুজোর প্রসাদ তৈরি করতে হয়। মাটির উনুন শিলিগুড়ি: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ছটপুজো। আর এই পুজোকে কেন্দ্র করেই বিহারের ঘরে ঘরে এখন ব্যস্ততা তুঙ্গে। তবে ছটপুজোর অন্যতম উপকরণ হল মাটির উনুন। আর এই মাটির উনুন , গোবরের ঘুঁটে, মাটি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বর্ধমান রোডের ব্যবসায়ীরা। প্রায় কয়েক দশক ধরে সেখানকার প্রায় ৫০টি পরিবার ছট…