৫৬ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়ান পরাগ, তাও ১০ উইকেটে হারল অসম
রায়পুর: সম্প্রতি সময়টা রিয়ান পরাগের (Riyan Parag) জন্য অনেকটা স্বপ্নের মতোই কাটছে। ব্যাট, বলে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই দুরন্ত ছন্দে রয়েছেন তরুণ তুর্কি। সোমবার, ৮ জানুয়ারি ফের একবার ক্রিকেটবিশ্বকে নিজের প্রতিভার ঝলক দেখালেন অসমের অলরাউন্ডার। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে (Chhattisgarh vs Assam) ব্যাট হাতে মাত্র ৫৬ বলে চোখধাঁধানো শতরান হাঁকান পরাগ। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে এটি সর্বকালের দ্বিতীয় দ্রুততম শতরান। ছত্তীসগঢ়ের ৩২৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৫৯ রানেই অল আউট হয়ে যাওয়ার পর অসমকে ফলো অন করতে আমন্ত্রণ জানায়…