পাশে নেই দল, জগন্নাথ স্মরণে পার্থ, তৃণমূলকর্মীর কাছে বলেছেন মনের কথা
মন্ত্রিত্ব চলে গিয়েছে। সব পদ কেড়ে নিয়েছে দল। পাশ থেকে সরে গিয়েছে দল। আরও যেন মানসিকভাবে ভেঙে পড়ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছিল শুক্রবার এজলাসে যাওয়ার পথে। সেদিন হিন্দমোটরের বাসিন্দা এক তৃণমূল কর্মী দেবকুমার রায় ছুটে এসেছিলেন পার্থর কাছে। পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন। এজলাস থেকে বেরোনর পথেও তিনি পার্থকে প্রণাম করেন। এমন দুঃসময়ে সাধারণ তৃণমূল কর্মীকে দেখেই যেন ভরসা খুঁজে পান একসময়ের দোর্দন্ডপ্রতাপ প্রাক্তন মহাসচিব। হয়তো মহাসচিব পদে থাকলে পার্থর ধারে কাছে যাওয়ার সুযোগ পেতেন…