মঙ্গলও ভিজত বৃষ্টির জলে, হত ঋতু পরিবর্তন, বলছেন নাসার বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহেও কি এককালে ছিল শীত-গ্রীষ্ম-বর্ষা? ছিল প্রাণের স্পন্দন? বিজ্ঞানীদের ধারণা অতীতে কোনও এক সময় মঙ্গল গ্রহেও ছিল ঋতুচক্র। বিজ্ঞানীদের অনুমান, হয়তো কোনও সময়ে বসবাসের যোগ্য ছিল লাল এই গ্রহ। সম্প্রতি মঙ্গলগ্রহ অভিযানে যাওয়া নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’ কিছু ফাটলের ছবিগুলো তুলে ধরে। আর এই ফাটলগুলিই নতুন দিগন্ত খুলে দিয়েছে মঙ্গলগ্রহ সম্পর্কে গবেষণার জন্য। ফাটলগুলো বিশদে পর্যবেক্ষণ করে ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার বিজ্ঞানীরা অনুমান করছেন জল ছিল ওই ফাটলগুলিতে। পরবর্তী সময়ে তা বাষ্প হয়ে উবে যায়। জল জমা ও…