দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ৬৮/৭, তৃতীয় দিনের শেষে বাবররা এগিয়ে ৮২ রানে
সিডনি: চলতি সপ্তাহটা ‘ব্য়াটিং কোলাপস উইক’ আখ্যা দিলে একেবারে ভুল কিছু হবে না কিন্তু। গতকাল কেপটাউন টেস্টে (Capetown Test) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৩/৩ থেকে ১৫৩/১০ হয়ে গিয়েছিল রোহিত বাহিনী। আজ সিডনি টেস্টে অস্ট্রেলিয়া তাঁদের প্রথম ইনিংসে ২৮৯/৫ থেকে ২৯৯-এ অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৮/২ থেকে ৬৭/৭ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংসে ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমেছিল শান মাসুদের দল। কিন্তু তৃতীয় দিনের শেষে ৮২ রানের…