হাতে সিগারেট, ফেসবুকে বিকৃত উচ্চারণে জাতীয় সংগীত দুই বাঙালি কন্যার, খুঁজছে পুলিশ
জাতীয় সংগীত গাইছিলেন দুই বাঙালি তরুণী। ভুল শব্দ ব্যবহার করে, বসে বসে আর হাতে সিগারেট নিয়ে জাতীয় সংগীত গাইছিলেন দুই তরুণী। সেই ভিডিয়ো আপলোড করা হয়েছিল ফেসবুকে। এরপরই লালবাজার সাইবার সেলে এনিয়ে অভিযোগ জানান অ্যাডভোকেট আত্রেয়ী হালদার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছেও অভিযোগ জানানো হয়েছে। এদিকে এনিয়ে বিতর্ক দানা বাঁধতেই ওই ভিডিয়োটিকে সরিয়ে ফেলা হয়েছে। এমনকী অ্যাকাউন্টটিও ডিলিট করে দেওয়া হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে ওই দুই তরুণী জাতীয় সংগীত গাইছেন। কিন্তু উলটো পালটা শব্দ ব্যবহার করেছেন তারা। সেই সঙ্গে…