হেলিকপ্টারে চেপে ধাওয়া, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি, লোহিত সাগরে জাহাজ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: মাঝ সমুদ্রে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে জাহাজ ছিনতাই। সেই নিয়ে সরগরম আন্তর্জাতিক মহল। তার মধ্যেই ভিডিও ফুটেজ প্রকাশ করে জাহাজ ছিনতাইয়ের রোমহর্ষক মুহূর্ত সকলের সামনে তুলে ধরল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘হুথি’। মালবাহী জাহাজটি ইজরায়েলের বলেই দাবি তাদের। যদিও ইজরায়েল এখনও পর্যন্ত সেই দাবিতে সিলমোহর দেয়নি। বরং জাহাজটিও তাদের নয়, জাহাজে কোনও ইজরায়েলি নাগরিকও নেই বলে দাবি করছে তারা। (Cargo Ship Hijack) রবিবার লোহিত সাগরে ‘গ্যালাক্সি লিডার’ নামক ওই জাহাজটি ছিনতাই করে ‘হুথি’। তুরস্ক থেকে সেটি ভারত আসছিল। এবার…