GST Reduced : জিএসটি কমতেই সব থেকে বেশি বিক্রি হয়েছে দু’টো বাইক! দাম কমেছে অনেকটাই, রেকর্ড হারে হচ্ছে বুকিং
Bikes- ভারতীয় টু-হুইলার বাজারে হিরো স্প্লেন্ডার এবং হোন্ডা শাইনের মধ্যে সবসময় তীব্র প্রতিযোগিতা থাকে। দুটি মোটরসাইকেলই তাদের স্থায়িত্ব, চমৎকার মাইলেজ এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। নয়াদিল্লি: গাড়ি এখন আর কোনওভাবেই বিলাসিতার জিনিস নয়। চারচাকা না-ই বা হল, অন্তত একটা দুচাকাও অনেক দিক থেকে সুবিধা দিয়ে থাকে। তবে, চাইলেই সঙ্গে সঙ্গে দুচাকা কিনে ফেলাও সব সময়ে সম্ভব হয় না, তারও দাম কিছু কম নয়। কেন্দ্রীয় সরকারের জিএসটি সংশোধনের পর ভারতীয় বাজারে দুচাকার বিক্রি বেড়েছে বলেই খবর! ভারতীয় টু-হুইলার বাজারে হিরো স্প্লেন্ডার…










