নিজে UFO দেখেছিলেন? বিশ্বাস করতেন ভিনগ্রহীরা আছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে খোলসা
নয়াদিল্লি: গোটা ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্বের প্রমাণ মিলেছে এখনও পর্যন্ত। তাই বলে ভিনগ্রহীদের সন্ধানে তল্লাশি থেমে নেই। এমনকি সেই নিয়ে নানা তত্ত্বও রয়েছে। পৃথিবীতে ভিনগ্রহীদের পদার্পণ নিয়েও প্রায়শই নানা দাবি উঠে আসে। রাতের আকাশে অজ্ঞাত পরিচয় যান, যাকে ভিনগ্রহী যান বলা হয় (OFO), তেমন কিছু দেখতে পাওয়ার দাবিও রয়েছে ভূরি ভূরি। কিন্তু শুধুমাত্র কল্পনাপ্রবণ সাধারণ মানুষ নন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার নিজেও সেই জিনিস চাক্ষুষও করেছিলেন। এবার সেই সংক্রান্ত আরও তথ্য সামনে এল। (Jimmy carter on Aliens)…