২০০ কোটির প্রতারণা মামলায় জেলে যেতে যেতে বাঁচল জ্যকলিন, পেল অন্তর্বর্তী জামিন
আর্থিক প্রতারণার মামলায় বেশ ভালোই ফেঁসেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এখন ইডির নজরে অভিনেত্রী। ঘনঘন জেরা করা হচ্ছে তাঁকে। সোমবার দিন ২০০ কোটির প্রতারণার মামলায় পাতিয়ালা হাউজ কোর্টে ডাক পরেছিল ৩৭ বছরের শ্রীলঙ্কান অভিনেত্রীর। তবে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। অন্তর্বর্তী জামিনের জন্য ৫০,০০০ টাকা জমায়েত রাখতে হয়েছে জ্যাকলিনকে। পরের শুনানি হওয়ার কথা ২২ অক্টোবর। এখন জেল হলে বেশ লম্বা সময়ের জন্য ভিতরে যেতে হত অভিনেত্রীকে। কারণ সামনেই উৎসবের মরশুম। গত সপ্তাহেই দিল্লি পুলিশের Economic…