ফিরল এরিকসনের স্মৃতি,জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক- ভিডিয়ো
শুভব্রত মুখার্জি: ইউরো কাপ চলাকালীন মাঠে ডেনমার্কের ফুটবলার এরিকসনের জ্ঞান হারানোর ঘটনার স্মৃতি এখনও তাজা ফুটবল ভক্তদের মনে। সেদিন ইউরোর গ্রুপ পর্বে ওই ম্যাচ চলাকালীন মাঠেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা তৎক্ষণাৎ সিপিআর পদ্ধতি প্রয়োগ করে তাঁকে প্রাণে বাঁচিয়েছিলেন। এবার কার্যত সেই ঘটনার স্মৃতি ফিরল প্রিমিয়র লিগে। প্রিমিয়র লিগে শনিবার ছিল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসির ম্যাচ। এই ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঠে সংজ্ঞা হারালেন লুটন অধিনায়ক টম লকিয়ের। এরিকসনের ঘটনার দুঃস্বপ্ন ফিরল মাঠে। সঙ্গে সঙ্গে ম্যাচ পরিত্যক্ত…