ফিরল এরিকসনের স্মৃতি,জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক- ভিডিয়ো

ফিরল এরিকসনের স্মৃতি,জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক- ভিডিয়ো

শুভব্রত মুখার্জি: ইউরো কাপ চলাকালীন মাঠে ডেনমার্কের ফুটবলার এরিকসনের জ্ঞান হারানোর ঘটনার স্মৃতি এখনও তাজা ফুটবল ভক্তদের মনে। সেদিন ইউরোর গ্রুপ পর্বে ওই ম্যাচ চলাকালীন মাঠেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা তৎক্ষণাৎ সিপিআর পদ্ধতি প্রয়োগ করে তাঁকে প্রাণে বাঁচিয়েছিলেন। এবার কার্যত সেই ঘটনার স্মৃতি ফিরল প্রিমিয়র লিগে। প্রিমিয়র লিগে শনিবার ছিল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসির ম্যাচ। এই ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঠে সংজ্ঞা হারালেন লুটন অধিনায়ক টম লকিয়ের। এরিকসনের ঘটনার দুঃস্বপ্ন ফিরল মাঠে। সঙ্গে সঙ্গে ম্যাচ পরিত্যক্ত ঘোষণাও করা হয়।

শনিবার বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে খেলতে নেমেছিল লুটন টাউন এফসি। ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের বয়স তখন ৬০ মিনিট পার হয়েছে। তার পরেই মাঠে হঠাৎ করেই পড়ে যান লুটনের অধিনায়ক লকিয়ের। তাৎক্ষণিক ভাবে খেলা বন্ধ করা হয়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান চিকিৎসক ও লুটনের কোচিং স্টাফের সদস্যরা। ছুটে আসেন বোর্নমাউথের চিকিৎসকেরাও। তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। এর পর স্ট্রেচারে করে লকিয়েরকে মাঠের বাইরে আনা হয়।

এমন পরিস্থিতিতে দুই দলের ফুটবলারর মাঠের বাইরে চলে যান। স্টেডিয়াম জুড়ে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। সকলে মিলে লকিয়েরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। তাঁর নামে ধ্বনি তোলেন তাঁরা। ঘটনার ঠিক ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্ধ হওয়ার আগে দুই দলের ম্যাচ ছিল ১-১ ড্র অবস্থায়। খেলা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর লুটন টাউনের এক্স অ্যাকাউন্ট থেকে ঘটনার আপডেট দেওয়া হয়। পরে ক্লাব আরও একটি টুইটে লেখে, ‘ক্লাবের মেডিকেল স্টাফেরা নিশ্চিত করেছেন, অধিনায়ক মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তবে স্ট্রেচারে করে তুলে নেওয়ার সময়ই তিনি সাড়া দিয়েছেন।’

তাদের তরফে জানানো হয়, লকিয়েরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার এর থেকে বেশি আপডেট পাওয়া যায়নি। প্রিমিয়র লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে লুটন অধিনায়ক টম লকিয়েরের অসুস্থতায় খেলা বন্ধ হয়ে যাওয়াতে এক পর্যায়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লকিয়ের সাড়া দিয়েছেন। শারিরীক ভাবে স্থিতিশীল আছেন তিনি। উল্লেখ্য, ২৯ বছর বয়সী লকিয়ের গত মে মাসে প্রিমিয়র লিগ প্লে-অফের ফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচেও মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট অপারেশন হয় তাঁর। এর পর জুন মাসে তিনি মাঠে ফেরেন।

(Feed Source: hindustantimes.com)