টিসিএস-এর ‘আল্টিমেটাম’, দেশের সর্ববৃহৎ আইটি সংস্থার কর্মীদের মাথায় কি হাত পড়বে?
কোভিড বিদায় নিয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। তবে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের ‘নেশা’ ছাড়াতে পারছে না টিসিএস। এই আবহে এবার ‘আল্টিমেটাম’ পেশ করল সংস্থা। এর আগেও একাধিকবার কর্মীদের অফিসে ফেরার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিয়েছিল সংস্থা। তবে এখনও সব ক্ষেত্রে নাকি তা কার্যকর হয়নি। এরই মাঝে এবার সংস্থার চিফ অপারেটিং অফিসার এনজি সুব্রহ্মণ্যম বললেন, মার্চ শেষ হতে হতে যে কর্মী অফিসে ফিরে কাজ করবে না, তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। তবে সেই ধরনের কর্মীদের বিরুদ্ধে ঠিক কী…