শুরুতেই চমক কথা-র! সেরার স্থান কি এবারেও খোয়াল জগদ্ধাত্রী, টিআরপি টপার জি বাংলাই
ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি-র রিপোর্ট সামনে আসে প্রতি বৃহস্পতিবারে। আর সিরিয়াল-প্রেমী মানুষগুলোও অধীরে অপেক্ষা করে থাকেন কোন ধারাবাহিক কেমন ফল করছে তা জানতে। গত সপ্তাহে যেমন সকলকে চমকে দিয়ে টিআরপি টপারের স্থান নিয়ে নিয়েছিল ফুলকি। যা এই ধারাবাহিকের ক্ষেত্রে প্রথমবার বেঙ্গলটপার হওয়া। তবে সপ্তাহ বদলাতেই উলটে গেল হিসেব নিকেশ। ৮.৩ পেয়ে ফের একবার বেঙ্গল টপারের স্থান দখলে নিয়ে নিল জগদ্ধাত্রী। একটুর জন্য অবশ্য টপারের পজিশন হাতছাড়া হল নিম ফুলের মধু-র। প্রাপ্ত নম্বর ৮.২। আপাতত সৃজন আর পর্নার কাছাকাছি আসা ফাটিয়ে…