দাদা-দিদির জোর টক্কর! সৌরভকে গোল রচনার, জলসার জুটিদের সামনে ফিকেও দাদাগিরি
টেলিভিশনের পর্দায় মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে দর্শককুলের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পুজোর আগেই জি বাংলার পর্দায় দাদাগিরির নতুন সিজন নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। শুরুতে শুক্র ও শনিবার সম্প্রচারিত হচ্ছিল এই মেগা, এখন শনি ও রবিবার দাদার সঙ্গে মোলাকাত হচ্ছে দর্শকদের। ক্রিকেট বিশ্বকাপের জেরে মাঝে নন-ফিকশন শো-এর নম্বর অনেকটা পড়েছিল। হালে সেই ছবি খানিক পাল্টেছে। তা সত্ত্বেও কাঙ্খিত ফল মিলছে না। বিশেষত ‘দাদাগিরি’র রেটিং খানিকটা নিরাশাজনক। এই সপ্তাহেও ছক্কা হাঁকাতে ব্যর্থ সৌরভ। পাঁচের ঘরেই আটকে গেলেন। এই সপ্তাহে দাদাগিরির রেটিং ৫.৪।…