টেলিভিশনের পর্দায় মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে দর্শককুলের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পুজোর আগেই জি বাংলার পর্দায় দাদাগিরির নতুন সিজন নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। শুরুতে শুক্র ও শনিবার সম্প্রচারিত হচ্ছিল এই মেগা, এখন শনি ও রবিবার দাদার সঙ্গে মোলাকাত হচ্ছে দর্শকদের।
ক্রিকেট বিশ্বকাপের জেরে মাঝে নন-ফিকশন শো-এর নম্বর অনেকটা পড়েছিল। হালে সেই ছবি খানিক পাল্টেছে। তা সত্ত্বেও কাঙ্খিত ফল মিলছে না। বিশেষত ‘দাদাগিরি’র রেটিং খানিকটা নিরাশাজনক। এই সপ্তাহেও ছক্কা হাঁকাতে ব্যর্থ সৌরভ। পাঁচের ঘরেই আটকে গেলেন। এই সপ্তাহে দাদাগিরির রেটিং ৫.৪। দিদির কাছে পিছিয়ে পড়তে হল সৌরভকে। সানডে ধামাকা এপিসোডে ৬.০ রেটিং নিয়ে নন-ফিকশনে টিআরপি টপার দিদি নম্বর ১।
এখানেই শেষ নয়, রবিবার স্টার জলসার সানডে ফিকশনের গড় নম্বরও দাদাগিরি-র রেটিংয়ের চেয়ে বেশি। রবিবার রাত ৯.৩০ থেকে ১১টার স্লটে জলসার গড় টিআরপি ৫.৬। শনিবার তা একটু কমে দাঁড়িয়েছে ৫.৪-এ। দীর্ঘ সময় ধরে সপ্তাহান্তে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে না কোনও রিয়ালিটি শো। তার বদলে সাত দিনই টেলিকাস্ট হয় মেগা সিরিয়াল। অনুরাগের ছোঁয়ার সূর্য-দীপা জুটির ম্যাজিকে ভর করে এতদিন বাজিমাত করেছে জলসা। কিন্তু আপতত খানিকটা হলেও কমেছে অনুরাগের ছোঁয়ার আধিপত্য।
এক নজরে নন-ফিকশন রেটিং-
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৬.০
দাদাগিরি, সিজন ১০- ৫.৪
ঘরে ঘরে জি বাংলা (১.৫)
স্টার জলসা ফিকশন (শনিবার)- ৫.৪
স্টার জলসা ফিকশন (রবিবার)- ৫.৬
ওদিকে ফিকশন জঁরে এক নম্বর জগদ্ধাত্রী। প্রথম চারটি স্থানই জি বাংলার দখলে। জলসার তরফে চ্যানেল টপার ‘তোমাদের রাণী’। যা নন-প্রাইম স্লটের মেগা, যা যথেষ্ট চিন্তার কারণ চ্যানেলের পক্ষে। সেরা পাঁচে জায়গা হয়নি অনুরাগের ছোঁয়ার।
(Feed Source: hindustantimes.com)